বেনাপোল প্রতিনিধি

০৮ এপ্রিল, ২০১৯ ১২:১৮

বেনাপোল সীমান্তে চোরাচালান পণ্যসহ আটক ১

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২৪ লাখ টাকা মূল্যের এক ট্রাক চোরাচালান পণ্যসহ আলামিন নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

রোববার (৭ এপ্রিল) বিকালে বেনাপোল সীমান্তের কাগজপুকুর এলাকা থেকে যশোর র‌্যাব ৬ এর সদস্যরা এ পণ্য চালানটি আটক করেন।

আলামিন যশোরের ঝিকরগাছা উপজেলার নবিনগর গ্রামের রবিউল ইসলামের ছেলে।

আটক পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, থ্রি পিস, প্যান্ট পিস, ময়ূরের পাখা, আতশবাজি ও শুঁটকি মাছ।

র‌্যাব জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন যশোর-বেনাপোল সড়কের কাগজপুরে অবস্থিত বাবুল আক্তার এর বাগান বাড়ির সামনে অভিযান চালায়। এসময় একটি ট্রাকসহ আলামিনকে আটক করে। পরে ওই ট্রাক থেকে বিপুল পরিমাণে চোরাচালান পণ্য উদ্ধার করা হয়।

যশোর র‌্যাব ৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলম জানান, উদ্ধারকৃত ভারতীয় পণ্যের বাজার মূল্য আনুমানিক ২৪ লাখ টাকা। আটককৃত আসামির বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত