সিলেটটুডে ডেস্ক

১১ এপ্রিল, ২০১৯ ১২:২৫

রাজধানীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ঢাকার মোহাম্মদপুরে র‌্যাবের চেকপোস্টে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক মাদক চোরাকারবারি নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) ভোর সোয়া ৫টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে।

র‌্যাব জানায়, নিহত নবী হোসেন (৪৭) মোহাম্মদপুর এলাকার একজন ‘চিহ্নিত মাদক কারবারি’। কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে জেনেভা ক্যাম্পের দিকে যাওয়ার পথে র‌্যাবের সঙ্গে তার দলের গোলাগুলি হয়।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী বলেন, র‌্যাবের চেকপোস্টে একটি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হলে তারা গাড়ি না থামিয়ে র‌্যাবের দিকে গুলি ছুড়তে শুরু করে। এক পর্যায়ে নবী অটোরিকশা থেকে নেমে গুলি করতে থাকে। তার গায়ে গুলি লাগলে সঙ্গীরা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ নবী হোসেনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান র‌্যাব কর্মকর্তা।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং নবী হোসেনের কোমরের বেল্টে ১০ হাজার ইয়াবা পাওয়া গেছে।

আপনার মন্তব্য

আলোচিত