সিলেটটুডে ডেস্ক

১১ এপ্রিল, ২০১৯ ১৩:০৪

মেহেরপুরে মাদকের আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলায় মাদক মামলার এক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার রাত আড়াইটার দিকে হাড়াভাঙ্গা গ্রামে দুই দল মাদক বিক্রেতার মধ্যে গোলাগুলিতে ফজলুর মৃত্যু হয়েছে বলে তাদের ধারণা।

পুলিশ জানায়, ওই লাশের পাশে পাওয়া গেছে গাঁজার পোটলা।

নিহত ফজলুর রহমান ওরফে ফজু (৪৫) গাংনী উপজেলার কাজিপুর গ্রামের শামসুল ইসলামের ছেলে। মাদক বিক্রির অভিযোগে তার নামে গাংনি থানায় একাধিক মামলা রয়েছে।

গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার বলছেন, হাড়াভাঙ্গা মাদ্রাসার কাছে মাদক কারবারীদের দুই পক্ষের গোলাগুলির খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে একজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। পাশেই ছিল একটি ওয়ান শুটারগান ও এক কেজি গাঁজার একটি পোটলা।

স্থানীয়রা নিহত ব্যক্তিকে ফজলুর রহমান ফজু হিসেবে শনাক্ত করার পর পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর ফজলুর লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।

আপনার মন্তব্য

আলোচিত