সিলেটটুডে ডেস্ক

১৮ এপ্রিল, ২০১৯ ১৬:৫০

জমির বিরোধে হত্যা: ময়মনসিংহে ২ জনের ফাঁসির রায়

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জমির সংক্রান্ত বিরোধের জেরে হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ময়মনসিংহের স্পেশাল জজ আদালতের বিচারক এহসানুল হক ১৬ আগের এক মামলায় এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- উপজেলার বড়জোরা গ্রামের আব্দুল হেলিম (৪২) ও আবুল কাশেম (৪০)।

এছাড়া আব্দুল আজিজ ও খোকন মিয়া নামে আরও দুই আসামিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত আরও ২৫ আসামিকে বেকসুর খালাস দিয়েছে।

রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাশেম জানান, ২০০৩ সালের ৩ নভেম্বর বড়জোরা গ্রামে জমির বিরোধের এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার ছেলে আব্দুস সালাম ৩৩ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় আদালতে।

তিনি আরও বলেন, আদালত সাক্ষ্য-প্রমাণ শেষে চারজনকে দোষী সাব্যস্ত করে দুইজনকে ফাঁসির রায় আর দুইজনকে তিন বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত আরও ২৫ আসামিকে বেকসুর খালাস দিয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত