সিলেটটুডে ডেস্ক

০৪ মে, ২০১৯ ১২:৪০

ভোলায় ঝড়ে ২ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, নারী নিহত

ভোলায় ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ঘরচাপা পড়ে এক নারী নিহত হয়েছেন। এর প্রভাবে সদর উপজেলায় দুই শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

শনিবার (৪ মে) সকালে দক্ষিণ দিঘলদি এলাকায় ঝড়ে ঘর ভেঙে পড়লে রানী বেগম (৪৫) নামে এই নারী চাপা পড়ে নিহত হন।

রানী দক্ষিণ দিঘলদি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকার সামসুল হকের স্ত্রী।

বঙ্গোপসাগরের দ্বীপজেলা ভোলায় শুক্রবার রাত থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে মাটি নরম হওয়ায় ঝড়ো হাওয়ায় এসব ঘরবাড়ি ভেঙে পড়ে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেন জানান, দনিয়া, কাতিয়া, ইলশা, দক্ষিণ দিঘলদিসহ বিভিন্ন ইউনিয়নে দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া বিস্তীর্ণ এলাকায় ফসল, রাস্তা-ঘাট ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

দক্ষিণ দিঘলদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইফতারুল আলম স্বপন বলেন, শুধু তার ইউনিয়নেই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত