সিলেটটুডে ডেস্ক

০৫ মে, ২০১৯ ১২:৫৩

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতি মামলার আসামী নিহত

চট্টগ্রামের বাঁশখালীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৫ মে) ভোর রাতে বাঁশখালী উপজেলার ছোট ছনুয়া পুঁইছড়ি এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে জানান র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া) মাশকুর রহমান।

তিনি বলেন, নিহত মো. বাহাদুর ডাকাত। তার বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র, খুন, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে অন্তত সাতটি মামলা রয়েছে। সে ছোট ছনুয়া এলাকার শাহ আলমের ছেলে।

মাশকুর রহমান আরও জানান, ডাকাতদলের একটি গ্রুপ ছোট ছনুয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টহল টিম ওই এলাকায় অভিযানে যায়। তখন ডাকাত দলের সদস্যরা র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে ডাকাতদলের সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে একজনের লাশ পড়ে থাকতে দেখা যায়।

পরে স্থানীয়রা নিহত ব্যক্তিকে বাহাদুর হিসেবে শনাক্ত করে জানিয়ে র‌্যাব কর্মকর্তা মাশকুর বলেন, ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ২৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত