সিলেটটুডে ডেস্ক

১২ মে, ২০১৯ ১২:০০

খুনের কয়েক ঘণ্টা পর আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

চট্টগ্রামের বাকলিয়ায় ঘরে ঢুকে এক নারীকে গুলি চালিয়ে হত্যার আসামি পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন।

রোববার (১২ মে) ভোররাতে বাকলিয়া থানার বলিরহাট এলাকার নদীর পাড়ে নিহত হন শাহ আলম (৩৮) নামে ওই ব্যক্তি।

তার আগে রাতে বলিরহাটের বজ্রঘোনা এলাকায় মদিনা মসজিদের পাশে বাড়িতে ঢুকে গুলি চালিয়ে হত্যা করা হয় বুবলি আক্তার (২৮) নামে একে নারীকে। ওই হত্যাকাণ্ডের প্রধান আসামি ছিলেন শাহ আলম।

পূর্ব শত্রুতার জের ধরে বুবলিদের বাড়িতে হামলা হয়েছিল জানিয়ে পুলিশ জানায়, বুবলির ভাই রুবেলের দিকে অস্ত্র তাক করেছিলেন শাহ আলম, বুবলি ভাইকে বাঁচাতে গিয়ে নিহত হন।

বুবলি হত্যাকাণ্ডের পরপরই শাহ আলমসহ আসামিদের ধরতে অভিযানে নামে পুলিশ।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ আবদুর রউফ জানান, শাহ আলমসহ তার সহযোগীদের ধরতে বলিরহাট এলাকায় পুলিশ অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে শাহ আলমের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠালে তাকে মৃত ঘোষণা করা হয়।

বুবলি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নুর আলম ও নুর নবী নামে দুজনকেও গ্রেপ্তারে কথা জানিয়েছে পুলিশ। এদের মধ্যে নুর আলম নিহত শাহ আলমের ভাই।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা রউফ জানান।

আপনার মন্তব্য

আলোচিত