সিলেটটুডে ডেস্ক

২৫ মে, ২০১৯ ১১:৫৯

পদ্মা সেতুর প্রায় দুই কিলোমিটার দৃশ্যমান

মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ১৩তম স্প্যান বসানোর পর প্রায় দুই কিলোমিটার দৃশ্যমান হয়েছে।

শনিবার (২৫ মে) সকাল ১০টা ২৫ মিনিটে ১৪ ও ১৫ নম্বর পিয়ারের ওপর ৩বি নম্বর স্প্যানটি বসানো হয়।

সেতুর প্রধান প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের জানান, এর মধ্য দিয়ে প্রতিটি ১৫০ মিটার হিসেবে মোট ১৯৫০ মিটার সেতু দৃশ্যমান হল। আর দুইটা স্প্যান বসলে দৃশমান হবে সোয়া দুই কিলোমিটার।

দায়িত্বশীল প্রকৌশলীরা জানান, সকাল সাড়ে ৭টায় ১৩তম স্প্যানটি বসানোর কাজ শুরু হয়। দেশি-বিদেশি প্রকৌশলীরা খুব সহজেই দ্রুততম সময়ের মধ্যে এটি বসিয়ে দেন।

এর আগে শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন ওই স্প্যানটি নিয়ে রওনা হয়। তারপর সব প্রক্রিয়া শেষ করতে দিন চলে যায় বলে শুক্রবার আর স্প্যানটি বসানো যায়নি।

প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, আবহাওয়া স্বাভাবিক না থাকায় শুক্রবার স্প্যানটি পিয়ারের কাছে পৌঁছাতে বেশি সময় লেগে যায়। এ কারণে শুক্রবার এটি বসানো যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত