সিলেটটুডে ডেস্ক

২৯ মে, ২০১৯ ১১:০৩

সুন্দরবনে কথিত বন্দুকযুদ্ধে ৪ বনদস্যু নিহত

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জংলা খাল সংলগ্ন এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চার বনদস্যু নিহত হয়েছে। তারা সবাই হাসান বাহিনীর সদস্য।

মঙ্গলবার (২৮ মে) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

র‌্যাব-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চাঁদপাই রেঞ্জের জংলা খাল সংলগ্ন এলাকায় র‌্যাব-৮ এর সদস্যরা রাত ১২টার দিকে অভিযানে যান। এ সময় হাসান বাহিনীর সদস্যরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। এসময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান। প্রায় আধা ঘণ্টা গোলাগুলির পর, দস্যুবাহিনীর সদস্যরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ চার জনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

মরদেহ, অস্ত্র ও গুলি মোংলা থানায় হস্তান্তর করা হবে তিনি জানান।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, নিহত চার জনের একজন হলো— বনদস্যু বাহিনীর প্রধান হাসান। অন্য তিন জনের পরিচয় এখনও জানা যায়নি। এ ব্যাপারে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পরে বিস্তারিত জানানো হবে।’

আপনার মন্তব্য

আলোচিত