সিলেটটুডে ডেস্ক

১১ জুন, ২০১৯ ১২:১৮

সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নির মৃত্যু

চাঁদপুরে বাস ও অটোরিকশার সংঘর্ষে এক ব্যক্তি ও তার ভাগ্নি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (১১ জুন) সকাল সাড়ে ৬টায় সদর উপজেলার আশকাটি ইউনিয়নের গাবতলী এলাকার চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এমরান হোসেন (৩৪) হাজীগঞ্জ পৌর এলাকার বলাখাল গ্রামের সর্দার বাড়ির মো. তাজুল ইসলামের ছেলে এবং সোস্যাল ইসলামি ব্যাংকের গাজীপুর শাখার কর্মকর্তা ছিলেন। তার ভাগ্নি ফাতেমা আক্তার (১০) একই এলাকার মো. আলমগীর হোসেনের মেয়ে।

আহতরা হলেন- ফরিদগঞ্জ উপজেলার সুবিধপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ভাষান চন্দ্র শীলের ছেলে রতন চন্দ্র শীল (৩০) ও মো. জুয়েল হোসেন (৩৫)।

জুয়েলকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এবং রতনকে ঢাকায় পাঠানো হয়েছে।

চাঁদপুর মডেল থানার এসআই রেজাউল করিম জানান বলেন, হাজীগঞ্জ থেকে চাঁদপুরগামী অটোরিকশাটির সঙ্গে বিপরীতমুখী পদ্মা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী এমরান নিহত এবং ফাতেমা আহত হয়। তাকে উদ্ধার করে চাঁদপুরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নেওয়ার পথে ফাতেমার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসসহ চালক ও অটোরিকশার চালক পালিয়ে যায় বলে জানান এসআই।

আপনার মন্তব্য

আলোচিত