সিলেটটুডে ডেস্ক

০৭ জুলাই, ২০১৯ ১১:৫২

ট্রাকে ট্রেনের ধাক্কা, গাজীপুরে নিহত ২

গাজীপুরে একটি অরক্ষিত রেল ক্রসিংয়ে রেল লাইনে উঠে বিকল হয়ে যাওয়া একটি বালিবাহী ট্রাকে ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

রোববার (৭ জুলাই) ভোর ৪টার দিকে গাজীপুরের ধীরাশ্রম স্টেশন সংলগ্ন দাক্ষিণখান এলাকায় এ দুর্ঘটনা।

নিহত দুইজন ওই ট্রাকের চালক ও তার সহকারী। তবে তাদের নাম জানাতে পারেনি পুলিশ। ওই ট্রাকের ওপর থাকা আরও দুজন এ ঘটনায় আহত হয়েছেন।

আহত দুইজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দাক্ষিণ খান এলাকার আবুল কালাম বলেন, বালুবোঝাই একটি ট্রাক রেল লাইনের ওঠার পর বিকল হয়ে যায়। এ সময় কোলকাতা থেকে ঢাকাগামী আন্তঃনগর মৈত্রী এক্সপ্রেসের ধাক্কায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও তিনজন আহত এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয় বলে তিনি শুনেছেন।

ঘটে বলে সদর থানার ওসি সমির চন্দ্র সূত্রধর বলেন, জয়দেবপুর স্টেশন পার হয়ে ধীরাশ্রম এলাকায় পৌঁছালে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে বালুবোঝাই ট্রাকের সংঘর্ষের পর স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আপনার মন্তব্য

আলোচিত