সিলেটটুডে ডেস্ক

০৭ জুলাই, ২০১৯ ১২:৩৩

হরতালকারীদের কটূক্তি, পল্টনে দুটি বাস ভাঙচুর

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালে রাজধানীর পল্টনের দুটি বাসের গ্লাস ভাঙচুর করে হরতালকারীরা।

রোববার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে পল্টন মোড়ে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে পল্টন গোল চত্বরে এক পাশে বাম জোটের নেতারা মিছিল ও অবস্থান নেন। অন্য পাশ দিয়ে গাড়ি চলাচল করছিল। নিউ ভিশনের একটি বাসের চালক হরতালকারীদের উদ্দেশে বাজে মন্তব্য করেন। পাশ থেকে কয়েকজন কর্মী বিষয়টি শুনতে পান। এই নিয়ে বাসের ড্রাইভার সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে হরতালকারীরা ওই বাসটিসহ আরও একটি বাসের গ্লাস ভাঙচুর করেন। পরে সেখানের উপস্থিত পুলিশ দুই জনকে আটক করলেও কিছুক্ষণ পরে ছেড়ে দেয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য রুহিন হোসেন প্রিন্স বলেন, বড় কোনও ঘটনা নয়, বাসের ড্রাইভারের খারাপ ব্যবহারের কারণে এই ঘটনা ঘটছে। পুলিশ যাদের আটক করেছিল, তাদেরও ছেড়ে দিয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত