সিলেটটুডে ডেস্ক

০৯ জুলাই, ২০১৯ ১২:৫৫

বান্দরবানের সাথে সারাদেশের যোগাযোগ বন্ধ

টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বেড়ে বান্দরবান-চট্টগ্রাম সড়কের বাজালিয়ায় প্রধান সড়ক পানিতে ডুবে গেছে।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল থেকে এ জন্য বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শনিবার মধ্যরাত থেকে শুরু হয় ভারী বর্ষণ। এর ফলে সোমবার পাহাড় ধসে সড়কের ওপর পড়ে বান্দরবান থেকে রুমা ও থানচির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ভারী বর্ষণের ফলে আজ মঙ্গলবার সকাল থেকে বাজালিয়ায় সড়ক ডুবে যাওয়ায় সারাদেশের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

এ বিষয়ে বান্দরবান সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী সজিব আহমেদ বলেন, বান্দরবান-চট্টগ্রামের বাজালিয়ার সড়কটি উঁচু করার কথা ছিল। কিন্তু গত বছরের অক্টোবর মাস থেকে আমরা এ সড়কটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। আমরা তাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে বাজালিয়ার এ সড়কটি উঁচু করতে অনুরোধ জানিয়েছি।

আপনার মন্তব্য

আলোচিত