বেনাপোল প্রতিনিধি

২৫ জুলাই, ২০১৯ ১৪:০১

বেনাপোলে স্কুলছাত্র বলাৎকারের ঘটনায় মামলা

বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া গ্রামের স্কুলছাত্র বলাৎকারের ঘটনায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে তার দাদা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলাটি দায়ের করেন।

ছাত্রের দাদা মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বলেন, আপেল তার নাতীকে কোরআন ও হাদিস শিক্ষা দেওয়ার কথা বলে বাড়িতে নিয়ে বলাৎকার করে। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন বিষয়টি টের পেয়ে লম্পট আপেলকে মারধর করে তার নাতীকে উদ্ধার করেন। এ অপকর্মের সময় আপেলের স্ত্রী বাড়িতে ছিলেন না।

এ ব্যাপারে তিনি বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় একটি বলাৎকারের চেষ্টা মামলা করেছেন। একই সাথে তিনি লম্পট আপেলের শাস্তি দাবি করেন।

এ ঘটনায় ওই শিক্ষকের বাড়ি তালাবদ্ধ। ঘরের সবাই পলাতক রয়েছেন।

বেনাপোল পোর্ট থানার এসআই পিন্টু লাল দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে বেনাপোল থানায় একটি মামলা হয়েছে। আসামিকে আটকের চেষ্টা চলছে।

খুব দ্রুত তাকে আটক করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৩ জুলাই) সকালে একই গ্রামের আখের আলী ওরফে আপেল হাদিস কোরআন শিক্ষা দেওয়ার কথা বলে নবম শ্রেণির স্কুলপড়ুয়া এক কিশোরকে তার ঘরে ডেকে নিয়ে যায়। এরপর সে ঘরের দরজা বন্ধ করে ওই কিশোরকে জোর করে বলাৎকার করে।

আপনার মন্তব্য

আলোচিত