সিলেটটুডে ডেস্ক

২৯ জুলাই, ২০১৯ ১৪:৪৫

চট্টগ্রাম চিড়িয়াখানায় গয়াল শাবকের জন্ম

চট্টগ্রাম চিড়িয়াখানায় একমাত্র গয়াল পরিবারে নতুন সদস্য জন্মলাভ করেছে।

সোমবার (২৯ জুলাই) সকালে চিড়িয়াখানায় একটি গয়াল শাবক জন্ম নেয়।

ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন শুভ বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৬ সালে পটিয়া উপজেলায় কোরবানির পশুর হাটে বিক্রয়নিষিদ্ধ একটি গয়াল বিক্রির জন্য নেওয়া হয়। উপজেলা প্রশাসন সেটা জব্দ করে চিড়িয়াখানায় পাঠিয়ে দেয়।

তিনি বলেন, পুরুষ গয়ালটির নিঃসঙ্গতা কাটাতে আমরা গত বছরের মাঝামাঝি সময়ে একটি মেয়ে গয়াল সংগ্রহ করে চিড়িয়াখানায় এনেছিলাম। সেটি আজকে (সোমবার) বাচ্চা দিয়েছে।

শাহাদাত জানান, গয়াল মূলত বন্যপ্রাণী। নানা কারণে পাহাড়ি অঞ্চলে প্রাণীটি বিলুপ্তির পথে থাকলেও ব্যক্তি মালিকানায় গয়ালের চাষ হচ্ছে।

১৯৮৯ সালে চট্টগ্রাম নগরীর ফয়েস লেক এলাকায় ছয় একর জমিতে নির্মিত হয় চট্টগ্রাম চিড়িয়াখানা। এটি পরিচালনা করে চট্টগ্রাম জেলা প্রশাসন।

চট্টগ্রাম চিড়িয়াখানায় সাদা বাঘ, জেব্রা, সিংহ, ম্যাকাওসহ বিভিন্ন প্রজাতির বিদেশি পাখি, উট পাখি, ইমু, বন গরু, কুমির দর্শকদের অন্যতম আকর্ষণ। চিড়িয়াখানাটিতে ৬৬ প্রজাতির মোট ৬২০টি প্রাণি আছে।

 

আপনার মন্তব্য

আলোচিত