সিলেটটুডে ডেস্ক

৩০ জুলাই, ২০১৯ ১৫:২৪

পটিয়ায় বসতি গড়া ৪২ রোহিঙ্গা আটক

চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে ৪২ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ জুলাই) পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়ন থেকে তাদের আটক করে টেকনাফের রোহিঙ্গা শিবিরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

আটক রোহিঙ্গাদের মধ্যে ২১ জন পুরুষ, ১৫ জন নারী ও ছয়টি শিশু।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বলেন, আটক করা রোহিঙ্গারা কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবির থেকে পালিয়ে পটিয়ায় এসে বসতি গড়েছিল। হাইদগাঁও ইউনিয়নে পাহাড় আছে। পাহাড়ের কাছাকাছি স্থানে তারা কাঁচাঘর তুলে বসতি করেছিল। রাতে অভিযান চালিয়ে সেখান থেকে সবাইকে আটক করে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গারা ক্যাম্প থেকে পালিয়ে এসে স্থানীয়দের সঙ্গে মিশে যাওয়া চেষ্টা করে এবং বিভিন্ন ধরনের অপরাধেও তারা জড়িয়ে পড়ে।

এ ধরনের ক্যাম্প পালানো রোহিঙ্গাদের শনাক্ত ও আটকের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত