সিলেটটুডে ডেস্ক

৩১ জুলাই, ২০১৯ ১৪:২৪

ডেঙ্গুতে রাজধানীতে যুবকের মৃত্যু

রাজধানীতে আরেক ডেঙ্গু রোগী মারা গেছেন।

বুধবার (৩১ জুলাই) আশঙ্কাজনক অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের নাম রবিউল ইসলাম রাব্বী (২১)। তিনি স্যামসাংয়ের কাস্টমার কেয়ারে চাকরি করতেন এবং থাকতেন মিরপুর শেওড়াপাড়ায়। তার গ্রামের বাড়ি ফরিদপুরের কবিরপুরে।

রাব্বীর বাবা আমিরুল ইসলাম জানান, তার ছেলে ২২ জুলাই ডেঙ্গুতে আক্রান্ত হয়। ২৫ জুলাই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (৩১ জুলাই) রাব্বীর অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতাল রেফার করা হয়। এরপর তাকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে ঢামেক হাসপাতালে ডেঙ্গুতে ১০ জন মারা গেছেন।

ঢামেক হাসপাতালে সহকারী পরিচালক (প্রশাসন) ডা. নাছির উদ্দীন বলেন, রাব্বী নামে যে রোগী ঢামেকে নিয়ে আসার পর মৃত ঘোষণা করা হয়েছে তার মৃত্যুর কারণ তো আমরা বলতে পারবো না। কারণ তাকে তো আমরা মৃত অবস্থায় পেয়েছি।’

আপনার মন্তব্য

আলোচিত