সিলেটটুডে ডেস্ক

০৮ আগস্ট, ২০১৯ ১২:৫১

টেকনাফে ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শিবির থেকে ২ হাজার ৫০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাব।

বুধবার (৭ আগস্ট) রাতে টেকনাফের নয়াপাড়া মোছনী শরণার্থী শিবির এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন- টেকনাফের হ্নীলা নয়াপাড়া মোছনী শরণার্থী শিবিরের আই ব্লকের ৫০৯ নম্বর রুমের ০৮৮৭৪ নম্বর এমআরসিধারী নুরু সালামের ছেলে আব্দুল মন্নাফ (৩২) ও একই ব্লকের মৃত আবুল হোসনের ছেলে মো. আব্দুল্লাহ (২৫)।

র‌্যাব-১৫ সিপিসি-১ এর টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. মোহাম্মদ মির্জা শাহেদ মাহতাব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হ্নীলা নয়াপাড়া মোছনী শরণার্থী শিবিরে একদল মাদক ব্যবসায়ী ইয়াবা বেচাকেনা করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের দল সেখানে অভিযান চালায়। এ সময় ২ হাজার ৫০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক দাম ১০ লাখ ২৫ হাজার টাকা।

র‌্যাব কর্মকর্তা বলেন, উদ্ধার করা ইয়াবাসহ আটক দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত