সিলেটটুডে ডেস্ক

১৩ আগস্ট, ২০১৯ ১৫:১৮

টাঙ্গাইলে কোরবানির মহিষের গুঁতোয় আহত ১১

টাঙ্গাইলে কোরবানির মহিষের গুঁতোয় ১১ জন আহত হয়েছেন। মহিষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুড়েছে। কিন্তু মহিষ নিয়ন্ত্রণে আসেনি।

মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১২টা পর্যন্ত মহিষটি নিয়ন্ত্রণের বাইরে ভুঞাপুর উপজেলার চর অলোয়ায় ঘুরে বেড়াচ্ছে।

ভূঞাপুর থানার এসআই টিটু চৌধুরী বলেন, ঈদের দিন বেলা ১১টার দিকে ঘাটাইল উপজেলার যুগিহাটি গ্রামে কোরবানি দেওয়ার চেষ্টার সময় মহিষটি লাফিয়ে উঠে স্থানীয়দের আক্রমণ শুরু করে।

ওই গ্রামের আরিফুল সরকার তার বাড়িতে মহিষটি কোরবানি দিতে চেয়েছিলেন। কিন্তু মহিষটি লাফিয়ে উঠলে কয়েকজন আহত হয়। পরে মহিষটি গুঁতো মেরে আরও কয়েকজনকে আহত করে।

এসআই টিটু বলেন, মহিশের গুঁতোয় আরিফুলের পরিবারের পাঁচজনসহ মোট ১১ জন আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশসহ স্থানীয় প্রশাসনের লোকজন ঘটনাস্থলে যায়। স্থানীয়রা মহিষটি বাগে আনতে না পারলে পুলিশ গুলি করে।

এসআই টিটু বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দের নির্দেশে ক্ষিপ্ত মহিষকে লক্ষ করে শর্টগান দিয়ে এক রাউন্ড গুলি ছোড়া হয়। তবে গুলি মহিষের গায়ে লাগেনি।

এদিকে বহুসংখ্যক এলাকাবাসী ভিড় করায় পুলিশও মহিষটি ধরতে পারেনি বলে তিনি জানান।

এসআই টিটু বলেন, আশপাশের হাজার হাজার উৎসুক মানুষ ভিড় করছে। তাদের সরতে বলা হলেও কেউ সরছে না।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে মহিষটি ভুঞাপুরের চর অলোয়ায় রয়েছে বলে ইউএনও ঝোটন চন্দ জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত