সিলেটটুডে ডেস্ক

১৪ আগস্ট, ২০১৯ ১২:৪৩

পাবনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছাত্রের মৃত্যু

পাবনা জেনারেল হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুছাব্বির হোসেন মাহফুজ (১৮) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে জেলায় প্রথম মৃত্যুর ঘটনা এটি।

মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

বুধবার দুপুর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৪৬ জন হাসপাতালে ভর্তি আছেন।

মাহফুজ সদর উপজেলার চক রামানন্দপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি এবার এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।

পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক রঞ্জন কুমার দত্ত বলেন, মাহফুজ ভর্তি পরীক্ষা সংক্রান্ত কাজে সম্প্রতি ঢাকায় ছিলেন। সেখান থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাবনায় ফেরেন। এরপর শরীরে প্রচণ্ড খিঁচুনি নিয়ে মঙ্গলবার দুপুরে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১২টার দিকে তিনি মারা যান।

হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, ডেঙ্গু আক্রান্ত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে এ পর্যন্ত ২৪৫ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৯৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৪৬ জন চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ১৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

চিকিৎসক রঞ্জন কুমার দত্ত জানান, হাসপাতালে পৃথক ইউনিটে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। অধিকাংশ রোগীই ভালো হয়ে বাড়ি ফিরছেন।

আপনার মন্তব্য

আলোচিত