সিলেটটুডে ডেস্ক

০৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৫:৩৩

খুলনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আশিকুজ্জামান (৩৭) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

আশিকুজ্জামান মাগুরার শালিখা উপজেলার ওমর আলী শেখের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল সোয়া ছয়টার দিকে আশিকুজ্জামানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার পার্থ প্রতিম দেবনাথ জানান, আশিকুজ্জামান বেশ কিছু দিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন। আজ ভোরে তাঁকে মাগুরা থেকে এ হাসপাতালে ভর্তি করা হয়। ডেঙ্গু শক সিনড্রোমে তাঁর মৃত্যু হয়েছে।

খুলনার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে সংগ্রহ করা তথ্য থেকে দেখা গেছে, এ নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় ১০ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজন নারী, একজন শিশু, একজন স্কুলপড়ুয়া ছাত্র এবং অন্য তিনজন পুরুষ। তাঁদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সাতজন, বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে দুজন এবং বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে একজন ডেঙ্গু রোগী মারা গেছেন। মৃত ব্যক্তিদের মধ্যে ছয়জন খুলনার বাইরের জেলা থেকে চিকিৎসা নিতে এসেছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত