সিলেটটুডে ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০১৯ ১১:০১

মাদরাসার বাথরুমে ছাত্রের ঝুলন্ত মরদেহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি মাদরাসার বাথরুম থেকে এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকার সুলতানিয়া তাউফিযুল মাদরাসায় এই ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম আবু তালেব। সে ওই মাদরাসার হেফজখানার ছাত্র ছিল। আবু তালেব রপসী গর্ন্ধবপুর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

মাদরাসাটির প্রধান শিক্ষক নোমান আহমেদ জানান, রাতে বাথরুমের ভেন্টিলেটরের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত আবু তালেবকে দেখে শিক্ষকদের খবর দেয় শিক্ষার্থীরা। পরে দ্রুত শহরের খানপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমিত রায় বলেন, যখন আবু তালেবকে হাসপাতালে নেওয়া হয় তখন সে মৃত ছিল। অর্থাৎ হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে। এখন ময়নাতদন্ত করার পর তার মৃত্যুর আসল কারণ ও সময় জানা যাবে।

অন্যদিকে আবু তালেবের স্বজনদের অভিযোগ, তাকে হত্যার পর বাথরুমে ঝুলিয়ে রেখেছিল মাদরাসার লোকজন। তারা এই হত্যার বিচার দাবি করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, মাদরাসার দাবি ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তবে তার পরিবারের দাবি এটি হত্যা। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর ও ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত