সিলেটটুডে ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০১৯ ১০:০১

বরিশালে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরেক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পারভিন বেগম (৩৬) নামের ওই গৃহবধূ মারা যান।

হাসপাতাল সূত্র জানায়, পারভিন বেগম বরিশালের বানারীপাড়া উপজেলার তেতলা গ্রামের কৃষক ফাইজুল হকের স্ত্রী। পারভিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুক্রবার বেলা তিনটার দিকে গুরুতর অবস্থায় এই হাসপাতালে ভর্তি হন। প্রচণ্ড শ্বাসকষ্ট ও রক্তক্ষরণ হওয়ায় তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছিল।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগে গত ১৬ জুলাই থেকে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়। এই বিভাগে এবারই প্রথম ব্যাপক আকারে ডেঙ্গুর ছড়িয়ে পড়ে। বিভাগের ছয় জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শুক্রবার পর্যন্ত ১৪ জনের মৃত্যু হলো। এর মধ্যে ৯ জনেরই মৃত্যু হয় এই হাসপাতালে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. বাকির হোসেন প্রথম জানান, ডেঙ্গুতে আক্রান্ত পারভিন বেগম অত্যন্ত গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হন। তিনি ও তাঁর পরিবারের সদস্যরা গ্রামেই থাকেন। তাঁর (পারভিন) ঢাকায় ভ্রমণের ইতিহাস নেই।

আপনার মন্তব্য

আলোচিত