সিলেটটুডে ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:০৪

ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে।

রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উত্তরার সোনারগাঁও এভিনিউ থেকে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদ আনোয়ারের নেতৃত্বে অভিযান শুরু হয়।

অভিযানের প্রথম দিনে ফুটপাতে গড়ে তোলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়সহ বেশকিছু স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

বেলা একটার দিকে তিন নম্বর সেক্টরের দুই নম্বর সড়কে ‘হাংরি ডাক’ নামে একটি রেস্তোরাঁর ফটক, সামনের অংশ এবং দোতলায় ওঠার সিঁড়ি ভেঙে দেওয়া হয়। ফুটপাত দখল করে এসব বানানো হয়েছিল।

একই সময়ে এক নম্বর ওয়ার্ড যুবলীগের একটি অস্থায়ী কার্যালয় গুঁড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। একই সড়কে থাকা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের একটি অস্থায়ী কার্যালয়‌ও ভাঙা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত