সিলেটটুডে ডেস্ক

১৫ অক্টোবর, ২০১৯ ১২:০৪

ছাদ থেকে ফেলে শিশু হত্যা, আটক মা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় চার তলার ছাদ থেকে ফেলে আশফাক জামান নামে আড়াই বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিশুর মা রোকসানা আক্তারকে (২৬) আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পাগলা পশ্চিম নন্দলালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে শিশুটির মৃত্যু হয়।

নিহত শিশু আশফাক জামান নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা নন্দলালপুর এলাকার নুরুজ্জামান মারুফের ছেলে।

পুলিশ জানায়, ওই শিশুর মা মানসিক ভারসাম্যহীন। তিনি তার আড়াই বছরের ছেলেকে চার তলা বাড়ির ছাদ থেকে ফেলে হত্যা করেছেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, পাগলা নন্দলালপুর এলাকার আমান উল্লাহ প্রধানের চারতলা বাড়ির দোতলায় নুরুজ্জামান মারুফ তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ভাড়া থাকেন। গতকাল সন্ধ্যা ৭টার দিকে চারতলা বাড়ির ছাদ থেকে শিশু আশফাককে তার মা রোকসানা নিচে ফেলে দেয়। পরিবারের লোকজন আশফাককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ওই শিশুর বাবা রাত সাড়ে ১০টার দিকে আশফাকের মৃত্যুর বিষয়টি পুলিশকে নিশ্চিত করেছেন।

ওসি আরও বলেন, ওই শিশুর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ওই শিশুর মা রোকসানা আক্তারকে আটক করা হয়েছে।

নিহত শিশুটির পরিবার জানিয়েছে, রোকসানা মানসিক ভারসাম্যহীন রোগী। এটা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত