বেনাপোল প্রতিনিধি

২৪ অক্টোবর, ২০১৯ ২০:৫২

ভারতে পাচার ৩ বাংলাদেশিকে বেনাপোলে হস্তান্তর

ভারতে পাচার হওয়া বাংলাদেশি এক কিশোর ও দুই কিশোরী বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদেরকে হস্তান্তর করা হয়।

বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার খোরশেদ আলম জানান, ভারতে তারা দীর্ঘ ৮ মাস কোলকাতা ওয়েল বেঙ্গল হোমে আটক ছিল।
পরে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় বিএসএফ সন্ধ্যায় তাদেরকে হস্তান্তর করেছে। হস্তান্তরের পর তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি (তদন্ত) জানান, তাদেরকে মানবাধিকার সংস্থা জাস্টিস এন্ড কেয়ারের যশোর প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত