শার্শা (বেনাপোল) প্রতিনিধি

২৫ অক্টোবর, ২০১৯ ১২:৪২

ভারতে পাচার হওয়া তিন কিশোর-কিশোরীকে বিজিবির কাছে হস্তান্তর

ভারতে পাচার হওয়া দুই কিশোরী ও এক কিশোরকে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে সকল কার্যক্রম শেষে তাদেরকে বেনাপোলে হস্তান্তর করা হয়।

বিজিবির কাছে হস্তান্তর করা নড়াইলের কালিয়া উপজেলার রাজাপুর গ্রামের নিজাম শিকদারের ছেলে তাহিদুল শিকদার (১২), যশোরের শার্শা উপজেলার পন্ডিতপুর গ্রামের জসিম উদ্দিনের মেয়ে হালিমা খাতুন (১২), এবং খুলনার ডুমুরিয়া উপজেলার রাজনগর গ্রামের দেব প্রসাদের মেয়ে নূপুর ডালি (১৪) গত ৮ মাস কলকাতা ওয়েল বেঙ্গল হোমে ছিল।

বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার খোরশেদ আলম জানান, ভারতে পাচার হওয়া কিশোরী ও কিশোরদের বিএসএফ হস্তান্তর করেছে। তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশ মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর প্রতিনিধির কাছে হস্তান্তর করবেন বলে জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত