সিলেটটুডে ডেস্ক

০৭ নভেম্বর, ২০১৯ ১১:১৬

বাড্ডায় কথিত বন্দুকযুদ্ধে নিহত এক

রাজধানীর বাড্ডায় গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও দুইজন।

বুধবার রাত ২টার দিকে বাড্ডার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কাছে গোলাগুলির ওই ঘটনা ঘটে।

হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ না করলেও তারা ‘ডাকাত দলের সদস্য’ বলে দাবি পুলিশের।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. মশিউর রহমান বলছেন, কয়েকদিন আগে ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের পোশাক পরা কয়েকজন ডাকাতকে ধরা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও কয়েকজনের তথ্য পাওয়া যায়।

ওই ‘ডাকাত দলের’ সদস্যরা বুধবার রাতে র‌্যাবের পোশাকে মাইক্রোবাস নিয়ে বাড্ডায় অবস্থান করছে খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায় বলে জানান মশিউর।

তিনি বলেন, পুলিশ পৌঁছানো মাত্র ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি চালালে তিনজন গুলিবিদ্ধ হয় এবং একজন পালিয়ে যায়। এছাড়া মাইক্রোবাসের চালককেও আটক করা হয়।

গুলিবিদ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তাদের মধ্যে একজন বৃহস্পতিবার সকালে মারা যায় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, গুলি, র‌্যাবের পোশাক উদ্ধার করা হয়েছে। মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত