সিলেটটুডে ডেস্ক

১৮ নভেম্বর, ২০১৯ ২৩:৫১

রাঙামাটিতে গুলিবিদ্ধ ৩ মরদেহ উদ্ধার

রাঙামাটির রাজস্থলী উপজেলায় ৩ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। সোমবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ৫নং রাবার বাগানের বালুমুড়া পাড়া এলাকা থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়। নিহতরা জনসংহতি সমিতির (জেএসএস) কর্মী বা সমর্থক হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বালুমুড়া পাড়া এলাকায় বিকেল সাড়ে ৪টার দিকে গোলাগুলির শব্দ পায় স্থানীয় লোকজন। পরে স্থানীয়রা আইন-শৃঙ্খলা বাহিনীকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তারা ৩ জনের গুলিবিদ্ধ ও হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। লাশ তিনটি রাজস্থলী থানায় রাখা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

অপর একটি সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে স্থানীয় এক ব্যবসায়ী ও তার ছেলে রয়েছেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

রাজস্থলী থানার ওসি মফজল আহম্মেদ খান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নিহতরা জনসংহতি সমিতির (জেএসএস) কর্মী বা সমর্থক। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

আপনার মন্তব্য

আলোচিত