সিলেটটুডে ডেস্ক

১৯ নভেম্বর, ২০১৯ ২২:১৩

এক শিক্ষকের ঠোঁটে কামড় দিলেন আরেক শিক্ষক

মাগুরায় সমাপনী পরীক্ষায় শিক্ষার্থীদের নকল করতে না দেওয়ায় শ্রীপতি বিশ্বাস নামে এক শিক্ষকের মুখে কামড় দিয়ে জখম করলেন অপর শিক্ষক। সোমবার সন্ধ্যায় মাগুরার শালিখা উপজেলার মান্দিয়াপাড়া বটতলা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

দৈনিক সমকাল এক প্রতিবেদনে জানিয়েছে, গুরুতর জখম ওই শিক্ষক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় শালিখা থানায় মামলা দায়ের হয়েছে।

মামলা অভিযোগে জানা গেছে, শালিখা উপজেলার থৈ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গত ১৭ নভেম্বর সমাপনীর ইংরেজি পরীক্ষার দিনে একই উপজেলার মশাখালী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের নকল করার সময় হল পরিদর্শক নাঘোসা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রীপতি বিশ্বাস বাধা দেন। এতে ছাত্ররা ক্ষুব্ধ হয়ে তাদের শিক্ষকদের কাছে নালিশ করে। এরই জের ধরে ওই বিদ্যালয়ের শিক্ষক উজ্জ্বল মজুমদার সোমবার সন্ধ্যায় মোবাইল ফোনে পরিদর্শক শিক্ষক শ্রীপতি বিশ্বাসকে মান্দিয়াপাড়া বাজারে ডেকে এনে মারধর শুরু করেন। এক পর্যায়ে উজ্জ্বল মজুমদার কামড় দিয়ে শ্রীপতি বিশ্বাসের ঠোঁট ছিঁড়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অভিযুক্ত শিক্ষক উজ্জ্বল মজুমদার বলেন,‘ শ্রীপতি শুধু শিক্ষার্থীদেরই নয়, স্কুলের শিক্ষকদেরও বেয়াদব বলে গালমন্দ করেছেন। এ ব্যাপারে জানতে চাওয়ায় শ্রীপতি আমার ওপর হামলা করেন।’

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরীকুল ইসলাম জানান, এ বিষয়ে আহত শিক্ষক শ্রীপতি বিশ্বাসের বড় ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য

আলোচিত