সিলেটটুডে ডেস্ক

০৮ ডিসেম্বর, ২০১৯ ১২:৪৫

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে ১ হাজার ইয়াবা, গ্রেপ্তার ২

বঙ্গোপসাগরে মিয়ানমার থেকে আসা একটি মাছ ধরার ট্রলার থেকে ইয়াবার চালান আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় ১ লাখ ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ট্রলারটিও জব্দ করা হয়।

র‌্যাব জানায়, ইয়াবার চালানটি ট্রলারে করে মিয়ানমার থেকে ভোলা হয়ে ঢাকায় পাঠানো হচ্ছিল।

গ্রেপ্তার দুজন হলেন- মিয়ানমারের নাগরিক বর্তমানে চট্টগ্রামের পটিয়া উপজেলার সরদারপাড়া মনসুপবাজার এলাকার সৈয়দ আমিন (৩২) ও কক্সবাজার শহরের ৬ নম্বর ফিশারীঘাট এলাকার মৃত ইউনুছের ছেলে খায়রুল আমিন (৫০)।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করে বলেন, র‌্যাবের কাছে তথ্য ছিল। ইয়াবার একটি বড় চালান গভীর সমুদ্র দিয়ে মিয়ানমার থেকে ভোলা হয়ে ঢাকা নেওয়া হবে। সেই সংবাদের সূত্র ধরে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে র‌্যাবের একটি বিশেষ দল সমুদ্রে অভিযান চালায়। এ সময় ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে। আটক দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত