সিলেটটুডে ডেস্ক

১৪ নভেম্বর, ২০১৮ ১৪:৫৫

ভোটকক্ষে নির্বাচনী কর্মকর্তার সাথে সাংবাদিকরা আলাপ করতে পারবেন না

ইসির নির্দেশনা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের নয় (৯) ধরনের নিয়ম মেনে চলতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্দেশনায় সাংবাদিকদের বলা হয়েছে,

* প্রিজাইডিং অফিসারের অনুমতি ছাড়া কোনো ভোটকক্ষে প্রবেশ করা যাবে না।

* এক সঙ্গে ৫ জনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবে না।

* ১০ মিনিটের বেশি কেন্দ্রে অবস্থান করতে পারবে না।

* ভোটকক্ষে নির্বাচনী কর্মকর্তাসহ কারো সঙ্গে আলাপ করতে পারবে না।

* নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজে হস্তক্ষেপ করতে পারবে না।

* কোনো প্রকার নির্বাচনী উপকরণ স্পর্শ বা অপসারণ করা থেকে বিরত থাকতে হবে।

* প্রার্থী বা রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কোনো ধরনের কর্মকাণ্ড হতে বিরত থাকতে হবে।

* সংবিধান, নির্বাচনী আইন ও বিধিবিধান মেনে চলতে হবে।

* সাংবাদিককে পরিচয়পত্রের উল্টো পিঠের সকল নির্দেশনা মেনে চলতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত