সিলেটটুডে ডেস্ক

১৯ নভেম্বর, ২০১৮ ২৩:৪৩

বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ নয় ‘ধানের ছড়া’

হাই কোর্টে রিট

বিএনপির সংশোধিত গঠনতন্ত্র উচ্চ আদালতে চ্যালেঞ্জের পর এবার দলটির দলীয় প্রতীকের নাম চ্যালেঞ্জ করে আদালতের শরণাপন্ন হয়েছেন এক আইনজীবী। বিএনপির দলীয় প্রতীক ‘ধানের শীষ’-এর নামের সংশোধন চেয়ে হাই কোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে ‘ধানের শীষ’ নয় ‘ধানের ছড়া’ লিখার জন্যে নির্দেশনা চাওয়া হয়েছে।

সোমবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী হারুন অর রশিদ।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার এ রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

রিট আবেদনকারী হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, বিএনপি ধানের শীষ নাম দিয়ে যে প্রতীকে নির্বাচন করছে তা সঠিক নয়। তারা প্রতীকের নাম দিয়েছে ‘ধানের শীষ’। কিন্তু ছবিতে দেখা যাচ্ছে ‘ধানের ছড়া’। অর্থাৎ ছবির সঙ্গে নামের মিল নেই।

তিনি বলেন, ধানের শীষ আর ধানের ছড়া এক না। বিএনপির প্রতীক হবে ধানের ছড়া। এখন যে প্রতীক ব্যবহার করছে তা ঠিক রাখতে হলে ‘ধানের শীষ’র পরিবর্তে ‘ধানের ছড়া’ লিখতে হবে।

রিট আবেদনকারী আরও বলেন, ১৯৯১ সালে আমি এই ভুলটি তাদের দৃষ্টিগোচর করেছিলাম। এরপর তারা কয়েকবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল কিন্তু তারা প্রতীক বা প্রতীকের নাম সংশোধন করেনি। তারা ভুল সংশোধন করেনি। এ কারণেই হাই কোর্টে রিট আবেদন করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত