নিজস্ব প্রতিবেদক

১১ ডিসেম্বর, ২০১৮ ১৯:৩৩

ইলিয়াস আলীর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে ধানের শীষে ভোট চাইলেন লুনা

আসন্ন সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা বলেছেন, এম ইলিয়াস আলীর সূচিত উন্নয়ন ধারা অব্যাহত রাখতে এবং অসমাপ্ত কাজ সমাপ্ত করতে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশ্বনাথ ও ওসমানীনগরের ঘরে ঘরে জননেতা এম ইলিয়াস আলী ও ধানের শীষের দাওয়াত পৌঁছে দিতে হবে।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের রামপুর বাজার, পনাউল্লা বাজার, বেতসান্দি, টেংরা, কামালপুর, শিমুলতলা, দৌলতপুর ইউনিয়নের দশপাইকা বাজার, সিঙ্গের কাছ বাজার ও হাবড়া বাজারে পৃথক পৃথক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

লুনা বলেন, দেশের মানুষ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ রয়েছে। মানুষ আর দু:শাসন, লুটপাট চায় না। আগামী ৩০ শে ডিসেম্বরের নির্বাচনে ইনশাল্লাহ সিলেট-২ আসনে ধানের শীষের বিজয় হবে।

এসব নির্বাচনী সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম আসকির আলী, উপজেলা বিএনপির উপদেষ্টা সামসুজ্জামান সমসু চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. লিলু মিয়া চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমদ নুর উদ্দিন, জেলা বিএনপির সদস্য কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান ও হাজী আব্দুল হাই, বিএনপি নেতা চেরাগ আলী মেম্বার, আব্বাস আলী চেয়ারম্যান, আবারক আলী চেয়ারম্যান, মজিরুল ইসলাম তকবীর মিয়া চৌধুরী, প্রভাষক মোনায়েম খান, আব্দুল ওয়াদুদ আজাদ, ফজলু মিয়া, জাহেদ হোসেন বজলু, সাজ্জাদুর রহমান মেম্বার, হাফিজ আরব খান, এম এ হক, মিজানুর রহমান মোজাহিদ, সোনা মিয়া, মৌরশ আলী মেম্বার, আকবর হোসেন, আতাউর রহমান আতা, আব্দুল জব্বার, নাজমা বেগম, খলিলুর রহমান, যুবদল নেতা কদর আলী, শামীমুর রহমান রাসেল, আব্দুল মছব্বির, নুরুল ইসলাম, ইসলাম উদ্দিন, স্বেচ্ছাসেবকদল নেতা তাজ উদ্দিন আহমদ কিনু, আতিকুর রহমান, ছাত্রদল নেতা আব্দুর রহমান খালেদ, আমির আলী, শাহ আমির প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত