নিজস্ব প্রতিবেদক

১২ ডিসেম্বর, ২০১৮ ১৩:১৫

জয়া সেনগুপ্তর সমর্থনে সিলেটে মতবিনিময়

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেনগুপ্তর সমর্থনে সিলেটস্থ দিরাই-শাল্লাবাসীর উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (১১ ডিসেম্বর) রাতে সিলেট নগরীর একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা সুধীর দাসের সভাপতিত্বে ও দিরাই উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক নাজমূল হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। তাঁর হাতে দেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। এখন উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং নৌকা প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। এজন্য সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার অনুকূল তালুকদার ডাল্টন, দিরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এওর, রসময় উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা অঞ্জলি প্রভা চৌধুরী, আওয়ামী লীগ নেতা কানু কুমার দাস, সাংবাদিক হাবিবুর রহমান তালুকদার, জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিবলী বেগ, সুনামগঞ্জ জজকোর্টের এপিপি এড. শহীদুল হাসমত খোকন, ডা. আজাদুর রহমান, সঞ্জু তালুকদার, দিরাই শাল্লার সাধারণ সম্পাদক হরিপদ দাস, দিপন চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরমঙ্গল ইউপি যুবলীগের সভাপতি দুলাল আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী, ধ্রুব রঞ্জন রায়, জ্যোতিষ মজুমদার, রফিনগর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি সঞ্জিত তালুকদার, আবু সালিম, বিজিত দাস, প্রমথ তালুকদার, মৃন্ময় দাস ঝুটন, ইমন চৌধুরী, দীপক অধিকারী, সুজন দাস, পাবেল চৌধুরী, বিজিত সামন্ত, সজিব ভৌমিক, সারোয়ার খান, জুয়েল মজুমদার প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে এখন থেকেই কাজ শুরু করতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করে আমাদের ঘরে ফিরতে হবে। এজন্য নির্বাচনের দিন নেতাকর্মীদের উপস্থিত থেকে ভোট কেন্দ্র রক্ষা করতে হবে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার অনুকূল তালুকদার ডাল্টন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ আজ অনেক দূর এগিয়ে গেছে। অনুন্নত দেশ থেকে বাংলাদেশ বর্তমানে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। যে অবদানের কথা মানুষ কোনদিন ভুলতে পারবেনা। দেশের উন্নয়ন স্থায়ী করতে এবং উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগের নৌকা প্রতীককে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে। তাই আমাদের সকলকে এই নির্বাচনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত