জৈন্তাপুর প্রতিনিধি

১২ ডিসেম্বর, ২০১৮ ২৩:২৩

জনগণের মুক্তির জন্য নৌকায় ভোট না দেওয়ার আহ্বান কাদের সিদ্দিকীর

জৈন্তাপুরে দিলদার হোসেন সেলিমের নির্বাচনী প্রথম পথসভা

ঐক্যফ্রন্ট নেতা ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, শেখ হাসিনার সরকারের আমলে মানুষ শান্তিতে বসাবাস করতে পারে নাই। নিজে দলের দলীয় প্রতীক নিয়ে স্বাধীন ভাবে নির্বাচন করতে পারছে না বিভিন্ন দল। তিনি আরও বলেন ধানের শীষ বিএনপির মার্কা নয় এটি হচ্ছে জনগণের মুক্তির মার্কা। ৩০ ডিসেম্বর মুক্তির প্রতীক হিসাবে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের মুক্তি দিতে হবে।

একাদশ জাতীয় নির্বচনকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিলেট-৪ আসনে ধানের শীষের প্রার্থী দিলদার হোসেন সেলিমের পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জৈন্তাপুরের জৈন্তেশ্বরী মিউজিয়াম বাড়ীর সামনে পথসভায় তিনি এসব কথা বলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বর্তমান সরকারকে অবৈধ বলেন ঘোষণা করে নিজেদের মুক্তির জন্য নৌকায় ভোট না দেওয়ার আহবান জানিয়ে বলেন, ধানের শীষে জাতীয় ঐক্যের প্রতীক, ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দিয়ে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার আহবান জানান। হযরত শাহজালাল সিলেট এসেছিলেন সিলেটবাসীকে মুক্ত করতে, আজ আমরা সিলেটে এসেছি শেখ হাসিনার হাত থেকে দেশের মানুষকে মুক্ত করতে।

পথসভায়  আরো বক্তব্য রাখেন- জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ধানের শীষের মনোনীত প্রার্থী দিলদার হোসেন সেলিম, সিলেট জেলা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট নুরুল হক, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, ছাতক-দোয়রা বাজার সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য জেলা জমিয়তের সম্পাদক মাওলানা আতাউর রহমান, জেলা পরিষদের সদস্য মুহিবুল হক মুহিব, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন।

এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য মোঃ শাহপরান, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি এনায়েত উল্লাহ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি উসমান গনি, সাধারণ সম্পাদক শাহ আলম স্বপন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আলী আকবর, জমিয়ত নেতা মাওলানা কবির আহমদ, মাওলানা মাসুদ আজহার, মাওলানা রেজাউল করিম, মনজুর আহমদ, জৈন্তাপুর উপজেলা যুবদলের আহবায়ক ইন্তাজ আলী, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসিম, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সভাপতি জাহিদ খান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা সেচ্ছাসেবকদল নেতা আলতাফ হোসেন বেলাল, সাবেক ছাত্রদল নেতা হুমায়ুন কবির খান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত