সিলেটটুডে ডেস্ক

১৬ ডিসেম্বর, ২০১৮ ১৭:০০

ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা নজরুলসহ গ্রেপ্তার ৪

সাতক্ষীরা-৪ আসন

সাতক্ষীরা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ ডিসেম্বর) দুপুরে শ্যামনগর উপজেলার ইসমাইলপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শ্যামনগর থানার ওসি আবুল কালাম জানান, নাশকতার একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। ইসমাইলপুরে নিজের বাড়িতে অন্যান্য জামায়াত নেতাদের নিয়ে বৈঠক করছিলেন গাজী নজরুল। ওই সময় পুলিশ হানা দেয় ওই বাড়িতে। গ্রেপ্তারদের মধ্যে শ্যামনগর উপজেলা জামায়াতের আমির আব্দুল বারীও রয়েছেন।

গাজী নজরুলের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।

প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে ২০ জনের মতো জামায়াত নেতা ধানের শীষ প্রতীকে ভোটে দাঁড়িয়েছেন। দলটির নিবন্ধন না থাকায় তারা জোটসঙ্গী বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে ভোট করছে। গাজী নজরুল ২০০১ সালে আসনটিতে বিএনপি জোটের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালের নির্বাচনে তিনি হেরেছিলেন মহাজোট প্রার্থী জাতীয় পার্টির গোলাম রেজার কাছে।

আপনার মন্তব্য

আলোচিত