অরণ্য রণি

৩১ ডিসেম্বর, ২০১৮ ১৯:১৯

সিলেটে ভোট পড়েছে ৭৫ শতাংশ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার ৭৫ দশমিক ৫৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়ে সিলেট-৪ আসনে, ৮৪ দশমিক ৯১ শতাংশ। আর সবচেয়ে কম ভোট পড়ে সিলেট-২ আসনে, ৫২ দশমিক ৩০ শতাংশ।

রোববার (৩০ ডিসেম্বর) রাতে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা যায়।

সিলেট-১ আসনে ভোট পড়েছে ৭৯ দশমিক ৭৪ শতাংশ। এ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদীর।

সিলেট সদর ও উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৪ হাজার ২শ ১৯ ভোট, কেন্দ্র সংখ্যা ২১৫। প্রদত্ত ভোট ৪ লাখ ৩৩ হাজার ৯শ ৬১। বৈধ ভোটের সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৫শ ৯। বাতিলকৃত ভোটের সংখ্যা ৭ হাজার ৪শ ৫২।

সিলেট-২ আসনে মোট ভোট পড়েছে সবচেয়ে কম ৫২ দশমিক ৩০ শতাংশ। এ আসনে জয়ী হয়েছে গণফোরামের ঐক্যফ্রন্টের প্রার্থী মোকাব্বির খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান।

বিশ্বনাথ ও ওসমানীনগর নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ৫শ ৮৬, ভোটকেন্দ্র ১২৭টি। প্রদত্ত ভোট ১ লাখ ৪৯ হাজার ৮শ ৭৩ ভোট। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ১শ ৮৮। বাতিলকৃত ভোটের সংখ্যা ১ হাজার ৬শ ৮৫।

সিলেট-৩ আসনে ৮৩ দশমিক ৫৩ শতাংশ মানুষ ভোট দিয়েছেন । এ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী জয় পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শফি আহমদ চৌধুরী।

বালাগঞ্জ-দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ নিয়ে গঠিত এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ২৩ হাজার ৬শ ৫৬, ভোটকেন্দ্র ১৪৮। প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৭০ হাজার ৩শ ৫২ ভোট। বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৯শ ৯৫। বাতিল ভোটের সংখ্যা ৩ হাজার ৩শ ৫৭।

সিলেট-৪ আসনে সবচেয়ে বেশি সংখ্যক ৮৪ দশমিক ৯১ শতাংশ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ আসনে জয়লাভ করেছেন আওয়ামী লীগের প্রার্থী ইমরান আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির দিলদার হোসেন সেলিম।

জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ নিয়ে গঠিত এ আসনের ১৫৩ কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ লাখ ৮২ হাজার ২শ ৩০। প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ২৪ হাজার ৫শ ৭৩। বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ২০ হাজার ৯৩। বাতিলকৃত ভোটের সংখ্যা ৪ হাজার ৪শ ৮০।

সিলেট-৫ আসনে ভোট পড়েছে ৭৪ দশমিক ১৯ শতাংশ। এ আসনে জয়ী হয়েছে আওয়ামী লীগের প্রার্থী হাফিজ আহমদ মজুমদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী উবায়দুল্লাহ ফারুক

জকিগঞ্জ ও কানাইঘাট নিয়ে গঠিত এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ২৪ হাজার ৫শ ৮, ভোটকেন্দ্র ১৫৮টি। প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৪০ হাজার ৭শ ৫০। মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ২শ ৯৭। বাতিলকৃত ভোটের সংখ্যা ৪ হাজার ৪শ ৫৩।

সিলেট-৬ আসনে ভোট দিয়েছেন ৭৮ দশমিক ৭০ শতাংশ মানুষ। এ আসনে টানা তৃতীয়বারের মতো জয়ী হয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ফয়সল আহমদ চৌধুরী।

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার নিয়ে গঠিত এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৩শ ১৫, মোট ভোটকেন্দ্র ১৯১। প্রদত্ত ভোট ৩ লাখ ৯ হাজার ৫শ ৫৫টি। বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৬৮। বাতিলকৃত ভোটের সংখ্যা ৩ হাজার ৪শ ৮৭ ভোট।

আপনার মন্তব্য

আলোচিত