জকিগঞ্জ প্রতিনিধি

৩১ ডিসেম্বর, ২০১৮ ২০:০৯

সিলেট-৫: জামানত হারালেন সেলিম উদ্দিনও

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে নির্বাচনে জামানত হারিয়েছেন এই আসনের বর্তমান সাংসদ সেলিম উদ্দিন। জাতীয় পার্টির এই নেতাসহ রোববারের নির্বা্চনে সিলেট-৫ আসনে জামানত হারিয়েছেন ৬ প্রার্থী।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রদত্ত ভোটের ৮ শতাংশ ভোট না পেলে কোন প্রার্থীর জামানত ফেরত দেওয়া হয় না। সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ভোট পড়েছে ২ লক্ষ ৩৬ হাজার ২৯৭। হিসাব অনুযায়ী জামানত রক্ষার্থে এ আসনে ভোট প্রাপ্তির কথা ছিল ১৮৯০৪। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে সেলিম উদ্দিন পেছেন ৮২৪২ ভোট। যা জামানত রক্ষার প্রয়োজনীয় ভোটের অর্ধেকেরও কম।

এছাড়া এ আসনে জামানত হারিয়েছেন নুরুল আমিন (হাতাপাখা), ফয়জুল মুনির চৌধুরী (সিংহ), আব্দুল মতিন (মিনার), বাহার আল রাজী (উদীয়মান সুর্য), শহিদ আহমদ চৌধুরী (হারিকেন)। উল্লেখ্য ১০ম জাতীয় সংস্দ নির্বাচনে বিয়ানী বাজারের বাসিন্দা সেলিম উদ্দিন বিনাভোটে এমপি নির্বাচিত হয়েছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত