আজম খান

১১ মার্চ, ২০১৬ ২৩:৩২

সুন্দরবন কিন্তু একটাই, গেলে আর পাইবেন না

দক্ষিণাঞ্চলের মানুষের কাছে সুন্দরবন মায়ের মত। এই মমতাময়ী তাদের হাজার বছর ধরে ঝড়, টর্নেডো, সাইক্লোন থেকে রক্ষা করে আসছে বলে মন্তব্য করেছেন ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট আজম খান।

'মহামান্য কহেন' আইডিতে ব্লগিং করা ও এক সময় একই নামে ফেসবুকে সক্রিয় থাকা আজম খান শুক্রবার (১১ মার্চ) ফেসবুকে এক পোস্টে লিখেন,  ভারত তার অংশের সুন্দরবন নিয়ে কোন প্রকারের ন্যূনতম ঝুঁকি নেয় না। তবে আমরা কেন নিব!

আজম খানের ফেসবুক পোস্টের বিস্তারিত-

দক্ষিণাঞ্চলের মানুষের কাছে সুন্দরবন মায়ের মত। এই মমতাময়ী তাদের হাজার বছর ধরে ঝড়, টর্নেডো, সাইক্লোন থেকে রক্ষা করে আসছে।

সুন্দরবনে যে কোন বিপর্যয়ের মানে কোটি মানুষের জীবন বিপর্যস্ত। তাই আমি কোন ঝুঁকি চাই না। বিদ্যুৎ কেন্দ্র অন্যত্র নির্মাণ করা হোক।

ভারত তার অংশের সুন্দরবন নিয়ে কোন প্রকারের ন্যূনতম ঝুঁকি নেয় না। তবে আমরা কেন নিব!

আনু মুহাম্মদ'রে পছন্দ করি না বলে প্রতিবাদ করবো না এইটা এক ধরনের হিপোক্রেসি। কারো ছাতার তলে গিয়ে প্রতিবাদের দরকার নাই। নিজের জায়গাতে একজন ব্যক্তি হিসেবেই করা যায়।

কোটি মানুষ ঝুঁকিতে পড়তে পারে জেনেও অজুহাত দেখানো আর আত্মপ্রতারণা দুইটা একই জিনিস।

আমাদের অর্থনৈতিক উন্নতি এবং জীবনমানের প্রয়োজনে বিদ্যুৎ কেন্দ্র অবশ্যই দরকার। কিন্তু সেইটা সুন্দরবন কিংবা তার আশেপাশেই করতে হবে এইটা একটা অপযুক্তি ছাড়া কিছু না।

বিদ্যুৎ কেন্দ্রের জন্য আরো বহু একরের পর একর জমি দেশে আছে।

সুন্দরবন কিন্তু একটাই। গেলে আর পাইবেন না...

আপনার মন্তব্য

আলোচিত