সোশ্যাল মিডিয়া ডেস্ক

০২ জুলাই, ২০১৬ ১৬:২৩

জিম্মি করে দাবি আদায় মূল উদ্দেশ্য ছিলো না!

গুলশানে সংঘটিত জঙ্গি হামলা নিয়ে সরব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। না বিশ্লেষণ চলছে ফেসবুকজুড়ে।

ফেসবুকে ব্লগার আজাদ মাস্টার এ ঘটনার সাথে মোম্বাই হামলার তুলনামূলক আলোচনা করে লিখেছেন, ঘটনার প্যাটার্ন দেখে এইটা এখন স্পষ্ট প্রতিয়মান হয়, জিম্মি করে দাবি আদায় করা মোটেও মূল উদ্দেশ্য ছিলো না, যদি সম্ভব হতো তাহলে স্প্যানিশ রেস্তোরাতে হত্যাযজ্ঞ সমাপ্ত করে অস্ত্রধারী গ্রুপটা লস্করা তৈয়েবার মুম্বাই হামলার মতো আশেপাশের অন্য রেস্তোরাগুলা, গেস্ট হাউজগুলাতেও হানা দিতো।

আজাদ মাস্টার লিখেন-

ঘটনার প্যাটার্ন দেখে এইটা এখন স্পষ্ট প্রতিয়মান হয়, জিম্মি করে দাবি আদায় করা মোটেও মূল উদ্দেশ্য ছিলো না, যদি সম্ভব হতো তাহলে স্প্যানিশ রেস্তোরাতে হত্যাযজ্ঞ সমাপ্ত করে অস্ত্রধারী গ্রুপটা লস্করা তৈয়েবার মুম্বাই হামলার মতো আশেপাশের অন্য রেস্তোরাগুলা, গেস্ট হাউজগুলাতেও হানা দিতো।

কিন্তু ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম এবং বনানী থানার ওসি সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশ বাহিনীর প্রথম যে দলটা দ্রুত ঘটনাস্থলে গিয়েছিলেন তারা নিজেদের প্রাণ দিয়েও রেস্তোরাতে তাদেরকে আটকে ফেলে। নাহলে হয়তো সারা ঢাকা শহর জুড়ে মুম্বাইয়ের মতো ম্যাসাকারের খবর একটু পর টিভিতে দেখতে হতো সবাইকে।

আপনার মন্তব্য

আলোচিত