সোশ্যাল মিডিয়া ডেস্ক

০৯ জুলাই, ২০১৬ ১১:০৮

‘যারা নির্যাতিত হচ্ছেন তারা মুসলমান নন, মানুষ’

ঈদের দিনে ভারতের কলকাতার টিপু সুলতান মসজিদের শাহী ইমাম মাওলানা নুর বরকতি করা একটা দোয়াকে নিয়ে সমালোচনা করেছেন জনপ্রিয় টিভি উপস্থাপক মীর আফছার আলী।

কেবল মুসলমান নয় সমস্ত মানুষের জন্য দোয়া করলে সেটা বেশি গ্রহণযোগ্য হত বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করা এক পোস্টে মীর উল্লেখ করেন। তার ওই পোস্টটি ইতোমধ্যে অনলাইনে ভাইরাল হয়ে পড়েছে।

রোমান হরফে ইংরেজি ও হিন্দিতে করা ঐ পোস্টে মীর প্রার্থনারত তার বাবার হাতের ছবি দিয়ে করা পোস্টে লিখেছেন:

আজ সকালে আনোয়ার রোডে টিপু সুলতান মসজিদের ইমাম সাহেবকে বলতে শুনলাম, ‘আসুন, আমাদের মুসলিম ভাইদের জন্য দোয়া করি, যারা দুঃখের মধ্যে আছেন এবং যাদের ওপর নির্যাতন হচ্ছে। আল্লাহ যেন তাদের ব্যথা কমিয়ে দেন ইত্যাদি ইত্যাদি।
ইমাম সাহেব ক্ষমা করবেন। এই জায়গায় আপনি ব্যর্থ হয়েছেন। যারা নির্যাতিত হচ্ছেন তারা মুসলমান নন, মানুষ। কোথাও কোনো ইতালিও / কোরিয়ান / আমেরিকান / ব্রিটিশ হত্যা করা হলে খ্রিস্টান, হিন্দু কিংবা বৌদ্ধের হত্যা করা হয় না। হত্যা করা হয় মানুষকে।প্রতি দিন হত্যা করা হচ্ছে মানুষকে। অমানুষের হাতে হত্যা হচ্ছে মানুষ।

আপনি যদি এরকম ভাবতেন তাহলে আজকের সেমাইটা আরো বেশি মিষ্টি হত। আজকের বিরিয়ানি আরও বেশি সুস্বাদু হতো। আফসোস .

যাইহোক ঈদ মোবারক” (ছবিতে হাতটি আমার বাবার)

আপনার মন্তব্য

আলোচিত