তুষার গায়েন

১০ নভেম্বর, ২০১৬ ০০:৫৬

আমেরিকার নির্বাচনী ফলাফল নিয়ে ভাবনা

আমেরিকার নির্বাচনী ফলাফল নিয়ে অনেক ধরণের মন্তব্য দেখছি। তাতে ট্রাম্পের বিজয়ে হতবাক ও মর্মাহত হবার খবরটাই প্রধান।

আমি যতটুকু বুঝেছি তা'হল, ট্রাম্প যদি বর্ণবাদী ভাঁড় হয়ে থাকে, তাহলে হিলারি হচ্ছে রক্তখেকো ডাইনি।

নির্বাচনপূর্ব বিভিন্ন জরিপে হিলারি এগিয়ে ছিলেন এবং সেটা কোনো বানানো রিপোর্ট ছিল না। কিন্তু উইকিলিকস নির্বাচনের মাত্র কয়েকদিন আগে একটি ভয়ংকর খবর প্রকাশ করে তাতে দেখা যায় যে স্মিতভাষিনী হিলারি স্মরণকালের নৃংশসতম কসাই, উগ্র মৌলবাদী আইসিসের জন্মদাত্রী এবং অর্থের যোগানদাতা। শুধু হিলারিই নন, এর সাথে যুক্ত ওবামা স্বয়ং।

এই খবর প্রকাশিত হবার সাথে সাথেই হু হু করে হিলারির জনপ্রিয়তায় ধস নামে। হিলারি এই ধকল আর কাটিয়ে উঠতে পারেন নি।

আমেরিকার জনগণকে যেহেতু একজন প্রার্থী বেছে নিতে হবে, তাই একজন ছদ্মবেশী ডাইনিকে বেছে নেয়ার থেকে একজন প্রকাশ্য ভাঁড়কে বেছে নেয়াই তারা উত্তম মনে করেছে।

এজন্য আমেরিকার জনগণকে বর্ণবাদী, নারী বিদ্বেষী এবং প্রতিক্রিয়াশীল মনে করবার কারণ নেই।

আরো একটা বিষয় মনে রাখা দরকার যে আমেরিকায় কোনো দলই পর পর দু'বারের বেশি ক্ষমতায় আসতে পারে না, তারা পরিবর্তন দেখতে চায়।

আমার এই স্ট্যাটাসের অর্থ ট্রাম্পের বিজয়কে সমর্থন করা না, বরং আমেরিকার জনগণকে ঢালাওভাবে দোষারোপ করার আগে তাদের প্রেক্ষিত বোঝার চেষ্টা মাত্র।
[ফেসবুক থেকে]

আপনার মন্তব্য

আলোচিত