হাসান মোরশেদ

২৩ নভেম্বর, ২০১৬ ১১:০৬

শ্রীহট্টে স্বাগত প্রিয় প্রধানমন্ত্রী!

১৯৪৭-এ যে গণভোটের ফলাফলে সিলেট পাকিস্তানের সাথে সংযুক্ত হয়েছিলো- আপনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ভোটে ৫০০ জন কর্মীবাহিনী সাথে নিয়ে সিলেট এসে কাজ করেছিলেন। যদিও ভাঙা বাংলার মতো আমরাও ভাঙা সিলেট হয়ে আছি, আমাদের সিলেটীদের একাংশ ভারত রাষ্ট্রে সংযুক্ত রয়ে গেছেন রাজনৈতিক ষড়যন্ত্রে।

সেই গণভোট ঐতিহাসিকভাবে জরুরী ছিলো আমাদের জন্য। পাকিস্তানে সংযুক্ত হয়েছিলো বলেই সিলেট আজ স্বাধীন বাংলাদেশের অংশ।

শেখ মুজিবুর রহমানের নেতা হয়ে উঠার প্রস্তুতিকালে যারা অভিভাবকের মতো তার পাশে ছিলেন তাদের একজন সিলেটি মোয়াজ্জেম হোসেন চৌধুরী।

স্বাধীনতা আন্দোলনের দীর্ঘ সময়ে এবং মুক্তিযুদ্ধকালে সিলেটিরা শেখ মুজিবুর রহমানের পাশে ছিলো। লন্ডনী সিলেটিদের- যাদের নিয়ে আমরা নানা কারণেই ঠাট্টা তামাশা করি, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর কারামুক্তিতে তাদের অসামান্য আর্থিক, সাংগঠনিক ও কূটনৈতিক ভূমিকা ছিলো।

পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে বাংলাদেশে আসার আগে শেখ মুজিবুর রহমান প্রথমেই ছুটে গিয়েছিলেন লন্ডনী তথা সিলেটিদের কাছে।

সেই সিলেটিদের দেশে আপনাকে স্বাগত: মুজিব কন্যা।
[ফেসবুক থেকে]

  • হাসান মোরশেদ : লেখক

আপনার মন্তব্য

আলোচিত