জুয়েল রাজ

০৫ ডিসেম্বর, ২০১৬ ১৪:৪৪

সাংসদদের ডিজিটাল পথচলা, অনলাইনে উত্তর দিলেন সাংসদ জাহির

ডিজিটাল বাংলাদেশের স্লোগান দিয়ে যাত্রাশুরু আওয়ামী লীগ সরকারের নেতৃত্বাধীন বর্তমান সংসদের সাংসদরা অবশেষে জনতার মুখোমুখি হলেন অনলাইনে। ‘আমার এমপি’ নামক এক ওয়েবসাইটে জনতার প্রশ্নের উত্তর দিলেন জাতীয় সংসদের হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট আবু জাহির চৌধুরী।

এর মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোন এম পি ডিজিটাল পদ্ধতিতে সরাসরি ভোটারের প্রশ্নের উত্তর দিলেন।

সম্প্রতি আমার এম পি ডটকম নামে ওয়েব পোর্টালের মাধ্যমে আবু জাহির চৌধুরী সাইফুর রহমান নামে এক নাগরিক হবিগঞ্জের গ্যাস সমস্যা নিয়ে আবু জাহির এমপির কাছে জানতে চাইলে তিনি সেই প্রশ্নের উত্তর দেন।

আমার এমপি ডটকমের ডাটাবেজ  তৈরি করতে গিয়ে তাদের দেয়া তথ্য অনুসারে ৩৫০ এমপির মধ্যে ২৯৫ এমপির ফেসবুক আইডি বা পেজ থাকলেও সেগুলো ভেরিফাইড নয়। ভেরিফাইড ফেসবুক আইডি বা পেজ আছে এমন এমপির সংখ্যা মাত্র ৭। ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট আছে মাত্র ২ জনের।

বাংলাদেশের মহান জাতীয় সংসদের সংরক্ষিত নারী এম পিসহ ৩৫০ জন এমপির পরিচিতি, ঠিকানা, ফোন নাম্বার ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন মাধ্যম। মূলত,  স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্ববোধ নিশ্চিত করতেই আমার এপি ডটকমের এই উদ্যোগ।

এডভোকেট আবু জাহির এমপির প্রশ্ন উত্তরের মধ্যদিয়ে ডিজিটাল পথচলা শুরু হল মাননীয় এমপিদের। এর মাধ্যমে ভোটার ও রাজনৈতিক নেতাদের মধ্যে এক নতুন সেতুবন্ধন রচিত হবে বলেই মনে করেন আমার এম পি টিম কর্তৃপক্ষ।আবু জাহির এমপির মতো অন্যান্য এম পি গণও সময়ের সাথে তাল মিলিয়ে ডিজিটাল পথচলায় শরিক হবেন বলে আশাবাদী তাঁরা।

বিশ্বের উন্নত দেশ সমূহে মন্ত্রী এম পি গণ ইমেইল, চিঠি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ জনগণের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন।

আপনার মন্তব্য

আলোচিত