সোশ্যাল মিডিয়া ডেস্ক

২৬ মার্চ, ২০১৭ ১৯:১১

৩০ লক্ষ শহিদের প্রতি সাকিবের স্যালুট

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি; সবধরনের ক্রিকেটে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে ৩০ লক্ষ শহিদদের শ্রদ্ধাভরে স্মরণ করেছেন।

ওয়ানডে সিরিজের জন্যে বর্তমানে শ্রীলংকায় থাকা এ অলরাউন্ডার দূর দেশে বসেও স্মরণ করেছেন জাতীয় বীরদের।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর ভেরিফাইড পেজে সাকিব স্যালুট দিয়েছেন শহিদদের প্রতি।

ফেসবুকে সাকিব লিখেন,

যে জার্সি আমরা পরি, যে পতাকা আমরা বয়ে বেড়াই, যে দেশের জন্য আমরা খেলি, তার কিছুই হতো না যদি না ৩০ লক্ষ শহীদেরা ৪৬ বছর আগে তাদের জীবন না বিলিয়ে দিতো।

গভীর শ্রদ্ধায় স্মরণ করি আজ তাদের যাদের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন এক দেশ। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ে ব্যাট-বলে দারুণ ভূমিকা রেখেছেন সাকিব আল হাসান।

ব্যাট হাতে ৭১ বলে ৭২ রানের একটি দুর্দান্ত ইনিংসের পাশাপাশি ৮ ওভার বোলিং করে ৩৩ রানের খরচায় নিয়েছেন ১টি উইকেট।

আপনার মন্তব্য

আলোচিত