সিলেটটুডে ডেস্ক

০৮ এপ্রিল, ২০১৭ ০১:০৮

ভারতে শেখ হাসিনার সাথে সাক্ষাত করতে চেয়েছিলেন তসলিমা নাসরিন

ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করতে চেয়েছিলেন সেদেশে বসবাসরত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসিরন। শেখ হাসিনার সাথে দেখা করে ‘আপনি কেন আমাকে আমার দেশে ঢুকতে দিচ্ছেন না?’- এই প্রশ্ন করতে চেয়েছিলেন তিনি।

তবে সাক্ষাতের অনুমতি মিলে নি বলে এক টুইটবার্তায় জানিয়েছেন তসলিমা নাসরিন।

চার দিনের সরকারি সফরে শুক্রবার দুপুরের পর ভারত পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৫ এপ্রিল এক টুইট বার্তায় তসলিমা নাসরিন বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি আসছেন। আমাকে কি তাঁর সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি দেওয়া হবে? অবশ্যই না। তিনি কি ২৪ বছর ধরে আমাকে আমার দেশে প্রবেশে বাধা দেওয়ার অনুমতি দিয়েছেন? হ্যাঁ, তিনি দিয়েছেন।’

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে আন্দোলনের মুখে ১৯৯৪ সালের বাংলাদেশ ছেড়ে যেতে বাধ্য হন তসলিমা।

তসলিমা টুইট বার্তায় লিখেছেন, ‘...কেউ চায় না আমি শেখ হাসিনার সঙ্গে দেখা করি ও প্রশ্ন করি, আপনি কেন আমাকে আমার দেশে প্রবেশ করতে দিচ্ছেন না?’

তসলিমা বর্তমানে সুইডেনের পাসপোর্টধারী হিসেবে দিল্লিতে বসবাস করছেন।

আপনার মন্তব্য

আলোচিত