এম. শাহরিয়ার আলম

০৫ মে, ২০১৭ ১৯:৩১

‘মানুষ’ হতে আর কত অপেক্ষা করতে হবে আমাদের?

গত কয়েকদিন থেকে প্রায়ই মনে করার চেষ্টা করছি আত্মাহুতি দেয়া হযরত আলী এবং তাঁর 'পালিত' মেয়ে আয়েশা যখন বাড়ী থেকে বের হয়ে রেললাইনের দিকে যাচ্ছিল তখন আমি কি করছিলাম?

শান্তিতে ঘুমাচ্ছিলাম? বৈঠক করছিলাম? এলাকার মানুষের সমস্যার কথা শুনছিলাম? দেশ হিসেবে কতটা এগিয়েছি তার হিসেব করছিলাম? পুরনো কোন বন্ধুর সাথে ফেসবুকে খোঁজ নিচ্ছিলাম? সামনে আরও ভালো ভালো কি করা যায় তার পরিকল্পনা করছিলাম?

কি লাভ এতকিছু করে যখন নিষ্পাপ আয়েশা এভাবে মারা যায়? কিসের জন্য এতকিছু করছি আমরা?

হযরত আলী 'একজন’ মানুষও পেলেন না যিনি তাঁকে একটু আশ্বস্ত করতে পারতেন অন্তত!?

'মানুষ' হতে আর কত অপেক্ষা করতে হবে আমাদের?

কঠোর এবং সর্বোচ্চ শাস্তি হবে দায়িত্বে অবহেলাকারীদের।

  • এম. শাহরিয়ার আলম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
  • ফেসবুক থেকে

আপনার মন্তব্য

আলোচিত