সোশ্যাল মিডিয়া ডেস্ক

১৪ জুন, ২০১৭ ১৪:৩৭

ভূমিধসে নিহতদের জন্যে মাশরাফির শোক

চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানের বিভিন্ন স্থানে পাহাড় ধস ও গাছচাপা পড়ে শতাধিক মানুষের মৃত্যুতে নিজের উদ্বেগ ও নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

গত সোমবার রাত থেকে বিভিন্ন এলাকায় ভূমিধসে এখন পর্যন্ত ১৩৭ লোক নিহত হয়েছেন। উদ্ধারকাজে অংশ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৪ সেনাসদস্য।

মাশরাফি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এভূমিধসের জন্যে অপরিকল্পিত বসতবাড়ি নির্মাণ ও পাহাড় কাটাকে দায়ি করে লিখেন, 'পাহাড় কাটা আর অপরিকল্পিত বসত বাড়ির কারণে প্রায় প্রতিবছরই এই সময়টাতে পাহাড় ধসের কারণে হতাহতের খবর শুনতে হয়। ভূমিধসে নিহত সবার আত্মার শান্তি কামনা করছি ।'

মাশরাফি আরও লিখেন, 'উদ্ধার কাজ করতে গিয়ে প্রাণ হারানো সেনাবাহিনীর বীর সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করছি। দেশের জন্য জীবন দেয়া সবাই পারে না, কিন্তু আপনারা পেরেছেন।'

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে মাশরাফিরা এখন ইংল্যান্ডে। মাশরাফির নেতৃত্বে দলটি ইতোমধ্যেই সেমিফাইনালে উঠেছে। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ভারত মুখোমুখি হবে।

আপনার মন্তব্য

আলোচিত