শওগাত আলী সাগর

১১ আগস্ট, ২০১৭ ১৭:০৮

বঙ্গবন্ধু যে আওয়ামী বন্ধুদের হাতেই অসম্মানিত হচ্ছেন!

আওয়ামী লীগের কর্মী সমর্থকরা প্রধান বিচারপতিকে ‘শান্তিকমিটির সদস্য’, ‘রাজাকার’ ‘রাজাকারের ছা’- ইত্যাদি নানা বিশেষণ ব্যবহার করে রীতিমতো গালাগালি করছে। তাদের অভিযোগ- প্রধান বিচারপতি নাকি বলেছেন,’ বাংলাদেশের স্বাধীনতা কোনও এক ব্যক্তির কারণে হয় নাই’।

অথচ রায়ে এই বাক্যটি নেই। ষোড়শ সংশোধনীর রায়ে প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে উল্লেখ করেছেন,’ ‘কোনো একজন ব্যক্তিকে নিয়ে অথবা তাঁর দ্বারা কোনো জাতি-দেশ গঠন হয়নি।’

বাংলাদেশের স্বাধীনতা কোনও এক ব্যক্তির কারণে হয় নাই’ আর ‘কোনো একজন ব্যক্তিকে নিয়ে অথবা তাঁর দ্বারা কোনো জাতি-দেশ গঠন হয়নি।’- এই দুটি বক্তব্যের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে।

প্রধান বিচারপতি যে কথা বলেননি- সেই কথা তার মুখে আওয়ামী লীগের বন্ধুরা তুলে দিতে চাচ্ছেন কেন? তাদের মনের ভেতরই কি তা হলে বঙ্গবন্ধুর প্রতি কোনও ধরনের অশ্রদ্ধা আছে?
যেটি তারা প্রধান বিচারপতির নামে প্রচার করে বেড়াচ্ছেন? না কি কর্মী সমর্থকদের উসকে দেওয়ার জন্য সচেতনভাবে মিথ্যাচার করছেন?

কারণ যাই হউক না কেন- বঙ্গবন্ধু যে আওয়ামী বন্ধুদের হাতেই অসম্মানিত হচ্ছেন- সেটি কি তারা বুঝতে পারছেন?

  • শওগাত আলী সাগর: কানাডা প্রবাসী সাংবাদিক।

আপনার মন্তব্য

আলোচিত